সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। প্রধান নদীগুলোর পানি এখনো বিপৎসীমার উপরে থাকলেও, লোকালয়ে ঢুকে পড়া পানি কমতে শুরু করেছে।
তবে কমেনি মানুষের ভোগান্তি। নোংরা আবর্জনা ছড়িয়ে আছে অলি-গলিতে, পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা করছেন দুর্গতরা।
নগরী ও বিভিন্ন উপজেলায় বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনের তীব্র সমস্যা দেখা দিয়েছে। সিলেট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বন্যার পানি পান না করতে বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছে।
এদিকে, সুনামগঞ্জেও বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। সুরমা নদীর পানি কমেছে আরও ২০ সেন্টিমিটার। বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ভারি বৃষ্টিপাত বন্ধ হলেও, পানিবন্দি রয়েছে এখনো অনেক এলাকার মানুষ। হাওরের পানিতে নতুন করে প্লাবিত হয়েছে জগন্নাথপুরের বেশকিছু এলাকা।