শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনের আলোচনা ফেব্রুয়ারিতে চার সংস্কার কমিশন সুপারিশমালা জমা সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল

মিয়ানমারে বিরোধীদের মৃত্যুদণ্ড যুদ্ধাপরাধ- জাতিসংঘ

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২২, ২০২২

মিয়ানমারে রাজনৈতিক বিরোধীদের মৃত্যুদণ্ড কার্যকরের জান্তা সরকারের পরিকল্পনা যুদ্ধাপরাধের সামিল বলে মনে করছে জাতিসংঘ। গত তেসরা জুন মিয়ানমারের জান্তা বলেছে, অং সান সু চির দলের সাবেক এক আইনজীবী এবং এক গণতন্ত্রপন্থী আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর করবে তারা। এ দুই ব্যক্তিই সন্ত্রাসবাদের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। কারাবিধি মেনে ফাঁসিতে ঝোলানো হবে তাঁদের। এএফপির প্রতিবেদনে বলা হয়, এটি হবে ১৯৯০ সালের পর মিয়ানমারে প্রথম বিচারিক মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।

গত বছর ক্ষমতা দখলের পর ভিন্নমতাবলম্বীদের ওপর দমন-পীড়নের অংশ হিসেবে অভ্যুত্থানবিরোধী বেশ কয়েকজন আন্দোলনকারীকে মৃত্যুদণ্ড দেয় জান্তা। গত কয়েক দশকে মিয়ানমারে কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। মিয়ানমারে জাতিসংঘের যুদ্ধাপরাধ-সংক্রান্ত তদন্তদলের প্রধান নিকোলাস কুমজিয়ান বলেন, তিনি নিবিড়ভাবে মামলাটি পর্যবেক্ষণ করছেন। এ বিচারপ্রক্রিয়া চালানো হয়েছে খুবই গোপনে। এ ব্যাপারে কুমজিয়ান বলেন, কোনো বিচারপ্রক্রিয়াকে বস্তুনিষ্ঠ বলে বিবেচনা করতে হলে এটিকে যতটা সম্ভব উন্মুক্ত রাখতে হয়।

জাতিসংঘের এ কর্মকর্তা মনে করেন, বস্তুনিষ্ঠ বিচারপ্রক্রিয়ার মৌলিক শর্তগুলো পূরণ না করে মৃত্যুদণ্ড কিংবা আটকাদেশ দেওয়াটা মানবতাবিরোধী কিংবা যুদ্ধাপরাধের শামিল। তিনি বলেন, ‘যেসব তথ্য পাওয়া গেছে সেগুলোকে আন্তর্জাতিক আইনের আওতায় বিবেচনা করলে দেখা যায় এ বিচার প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তির মৌলিক অধিকারগুলো চরমভাবে লঙ্ঘিত হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ