ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল অব্যাহত থাকায় এ অঞ্চলের ঘরবাড়ি থেকে আরও ৫ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
তারা জানান, দমকল কর্মীরা ইউরোপের সর্বোচ্চ পাহাড় এবং গ্রীষ্মকালীন পর্যটন কেন্দ্র ডিউন ডি পিলাতের কাছের দাবানল নিয়ন্ত্রণে আনতে পারেনি।
সেখানে বাতাসের গতিবেগ বারবার পরিবর্তন হওয়ায় আবাসিক এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় ঝুঁকি অনেক বেড়ে গেছে।