মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার নামে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে – হাজী কাওছার প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ দেশ বিদেশের সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনের আলোচনা ফেব্রুয়ারিতে চার সংস্কার কমিশন সুপারিশমালা জমা সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে

শিনজো অ্যাবেকে হত্যায় শোকে স্তব্ধ জাপানিরা

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৯, ২০২২

জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারার যেখানে শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেখানে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শোকাহত জাপানিদের ঢল নেমেছে। আজও রক্তাক্ত সেই হত্যাকাণ্ডস্থলে শোকগ্রস্তদের স্রোত নেমেছে। “নারায় এমন ঘটনা ঘটায় আমি হতভম্ব,” ১০ বছর বয়সী ছেলেকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে এসে এমনটাই বলেছেন গৃহিনী, ৫০ বছর বয়সী নাতসুমি নিওয়া।

রক্ষণশীল রাজনীতিক, ‘আবেনোমিক্স’ নীতির কারিগর সাবেক প্রধানমন্ত্রী প্রায়ই জাপানকে ‘অনন্য সুন্দর দেশ’ বলতেন, যা নিওয়াকে অনুপ্রাণিত করেছে ছেলের নাম মাসাকুনি রাখতে। জাপানি ভাষায় ‘কুনি’ মানে ‘দেশ’।

শোকের মধ্যেই দেশটিতে পার্লামেন্টের উচ্চকক্ষের ভোটের শেষদিনের প্রচারণাও শুরু হয়েছে। আবে হত্যাকাণ্ড এই নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে এবং আবের অনুসারী ফুমিও কিশিদা নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকারকে বড় জয় এনে দেবে বলেই মনে করা হচ্ছে।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে নিহত রাজনীতিকের মরদেহ বহনকারী একটি গাড়ি হাসপাতাল ছেড়ে তাঁর বাসভবনের দিকে যাত্রা করে। এসময় শতাধিক লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অ্যাবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া অ্যাবের রাজনৈতিক দলের সদস্যরাও এতে অংশ নেন।

অ্যাবের স্মরণে আগামী সোমবার একটি জাগরণ অনুষ্ঠিত হবে, মঙ্গলবার আবের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এতে কেবল অ্যাবের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন বলে জাপানি মিডিয়া জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ