ভারী বৃষ্টিতে বন্যার পানিতে তলিয়েছে যুক্তরাষ্ট্রের ৩টি রাজ্যের বহু শহর। কেন্টাকি ও লাসভেগাসের পর এবার অ্যারিজোনায় শুরু হয়েছে বন্যা। ইরানে বানের পানিতে তলিয়েছে রাজধানী তেহরানসহ অন্তত ২০টি প্রদেশ। বৃষ্টি ও বন্যায় পাকিস্তান ও আফগানিস্তানে প্রাণহানির সংখ্যা বাড়ছে। এদিকে, যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আইডাহোতে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে চেক রিপাবলিকের দাবানল।
বিশ্বের কয়েকটি দেশে বন্যা ও দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৩’শ ছাড়িয়েছে। শুধু বেলুচিস্তানেই এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। গত একমাসে আফগানিস্তানে বন্যায় ১২০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও ১৫০। ধবংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে ৬শ’র বেশি বাড়িঘর।
ইরানের রাজধানী তেহরানসহ ২০টি প্রদেশ বানের জলে ভেসে আছে। এরমধ্যে ৪টি প্রদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ হাজার আবাসিক ভবন। বেশ কয়েকটি বিমানবন্দর ও মহাসড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, বন্যা ও দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। কেন্টাকিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। আরও প্রাণহানির আশংকা করছে কর্তৃপক্ষ। ভারী বৃষ্টিতে অ্যারিজোনায় শুরু হয়েছে বন্যা। প্ল-াবিত হয়েছে বেশ কয়েকটি সড়ক। ভ্রমণে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। লাসভেগাসের অনেক সড়ক ও বাড়িঘর এখনো ডুবে আছে।
ক্যালিফোর্নিয়ায় বজ্রঝড় অব্যাহত রয়েছে। অরেগন ও মন্টানা বর্ডার এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে দাবানল। ক্লামাথ ন্যাশনাল পার্কের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পুড়ে গেছে প্রদেশটির ৫১ হাজার একরের বেশি জমি। টেক্সাস, হাওয়াই ও আইডাহোতে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। অঞ্চলগুলোতে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
এছাড়া চেক প্রজাতন্ত্রের ‘বোহেমিয়া সুইজারল্যান্ড পার্কে’ এক সপ্তাহ ধরে জ্বলছে দাবানল। পার্কটির ১১’শ হেক্টর জমি এরইমধ্যে পুড়ে গেছে।