বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম। বন্যায় রাজ্যটিতে নতুন করে মারা গেছে আরও ৮ জন। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। বিপর্যস্ত হয়ে পড়েছে আসামের ২৬টি জেলার ৩১ লাখ ৫৪ হাজার ৫৫৬ জন মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাছাড় জেলার মানুষ। টানা ১০দিন ধরে পানিবন্দি শিলচল শহর। নেই পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও খাবার। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বেড়ে গেছে পানিবাহিত রোগের প্রকোপ।
এদিকে, ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের ননি জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে অন্তত ৮জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অর্ধ শতাধিক মানুষ।