মধ্য ও দক্ষিণ ইউরোপের তিন দেশ অস্ট্রিয়া, ইতালি ও ফ্রান্সে প্রবল ঝড় ও বৃষ্টিতে তিন শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে ফ্রান্সের কর্সিকা দ্বীপে মারা গেছে ছয়জন। এসময় দমকা হাওয়াসহ ঝড়ের গতিবেগ ছিলো ঘন্টায় ২২৪ কিলোমিটার। বিপুল শক্তিতে বাতাস বয়ে যাওয়ায় দ্বীপটির বহু জায়গায় গাছ উপড়ে গেছে, অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া ঝড় ও বৃষ্টিতে অস্ট্রিয়ায় পাঁচ জন ও ইতালিতে দুইজন প্রাণ হারিয়েছে। সব মৃত্যুই ঘটেছে গাছের নীচে চাপা পড়ে।