শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

পণ্ট ভেঙে দিলেন ৬৯ বছর পুরনো রেকর্ড

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৪, ২০২২

ইংল্যান্ডে গিয়ে একের পর এক কীর্তি গড়েই চলেছেন ঋষভ পণ্ট। প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে ইংল্যান্ডে দু’টি শতরান রয়েছে তার। দ্বিতীয় ইনিংসে রান করে আরও একটি পালক নিজের মুকুটে জুড়ে নিলেন তিনি। ভেঙে দিলেন ৬৯ বছর পুরনো এক রেকর্ড।

এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ১১১ বলে ১৪৬ রান করেন পণ্ট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেঞ্চুরি না পেলেও আউট হয়েছেন ৫৭ রানের ইনিংস খেলে। যার ফলে দুই ইনিংস মিলিয়ে তার মোট সংগ্রহ দাঁড়ায় ২০৩।

এশিয়ার বাইরে কোনও দেশে ভারতীয় উইকেটকিপার হিসাবে এতদিন সর্বোচ্চ রান ছিল বিজয় মঞ্জরেকারের। ১৯৫৩ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১৬১ রান করেন তিনি।

সোমবার সেই রেকর্ড ভেঙে দিলেন পণ্ট। দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করে আউট হওয়ায় দুই ইনিংস মিলিয়ে তার মোট রান দাঁড়ায় ২০৩।

এশিয়ার বাইরে ভারতীয় উইকেটকিপার হিসাবে প্রতি টেস্টে রানের বিচারে পণ্ট এমনিতেই বাকিদের থেকে এগিয়ে। প্রথম পাঁচটির মধ্যে তিনটিই রয়েছে তার নামের পাশে।

আর এর ফলে প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা কার্যত মেনেই নিয়েছেন যে, বিদেশের মাটিতে হয়তো পন্টই ভারতের সর্বকালের সেরা উইকেটকিপার।

এমনকি পণ্টের সঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টের তুলনাও করেছেন অনেকে। টেস্টে এ পর্যন্ত ৩১ ম্যাচ খেলা পণ্টের রান সংখ্যা ২১২৩, গড় প্রায় ৪১। ১০টি ফিফটির সঙ্গে হাঁকিয়েছেন পাঁচটি সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৫৯ রানের।

এদিকে, পণ্টের এমন রেকর্ডের দিনে ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহাম টেস্টে চালকের আসনে তার দল ভারত। প্রথম ইনিংসে ১৩২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে যোগ করেছে ২২৯ রান। অর্থাৎ এরইমধ্যে কিউয়িদের হোয়াইটওয়াশ করা বেন স্টোকসদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৩৬১ রানের। হাতে রয়েছে আরও ৩টি উইকেট।

পণ্টের মতোই প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রবিন্দ্র জাদেজা আছেন ১৭ রানে। আর তাকে সঙ্গ দেয়া মোহাম্মদ শামি আছেন ১২ বলে ১৩ রান নিয়ে। এই তিন উইকেট নিয়ে পণ্টের দল স্বাগতিকদের বিপক্ষে লক্ষ্যমাত্রাটা আরও কত বড় করতে পারে সেটাই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ