পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বড় সুখবর পেয়েছেন বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা। প্রত্যেকের জুন মাসের বেতন ও বোনাসের চেক ছাড় হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) পর্যন্ত এই তোলা যাবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস আটটি চেকের মাধ্যমে নির্ধারিত ব্যাংকে জমা দেওয়া হয়েছে।
তবে দীর্ঘদিন ধরে ২৫ ভাগ বোনাস দেয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষকরা। অর্থাৎ কোন সহকারী শিক্ষক যদি ১০ গ্রেডে চাকরিতে প্রবেশ করেন তার বেসিক হয় ১৬ হাজার টাকা। সেই হিসেবে তাকে বোনাস আসে মাত্র চার হাজার টাকা। তাই সরকারি চাকরিজীবিদের মতো তাদেরও মূল বেতনের শতভাগ বোনাস দেওয়ার দাবি তাদের।