আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শ্রী মুকুল বোসের মরদেহে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এর আগে তার মরদেহে শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে দশটার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়। পরে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস দুঃসময় অগ্রণী ভুমিকা পালন করেছে। ৭৫ এ বংবন্ধুকে হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ গড়ে তুলেছিলেন। আন্দোলন সংগ্রামে দলের প্রতি তার অবদান অনুপ্রেরণা হয়ে থাকবে।
এছাড়া মুকুল বোসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
আগামীকাল সকালে গোপালগঞ্জের মুকসুদপুর নিজ গ্রামে নেয়া হবে মুকুল বোসের মরদেহ। পরে সেখান থেকে রাজধানীর সবুজবাগ শ্মশানে আনা হবে এবং সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে।