জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রিয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, সিলেট-সুনামগঞ্জের মানুষ বন্যায় ভাসছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ না খেয়ে মরছেন আর প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের আনন্দে ভাসছেন। তিনি হেলিকপ্টারে চড়ে আকাশ পথে বন্যা উপভোগ করছেন। পদ্মা সেতু নাম রাখলে তিনি সোনার চেইন উপহার দিচ্ছেন।
শুক্রবার (২৪ জুন) দুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও পাবনা জেলা মহিলা দলের নবনির্বাচিতদের পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন।
পাবনা পিসিসিএস মিলনায়তনে জেলা শাখা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
জেলা মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।