গত মাসেই খবর বের হয়েছিল নিজেদের রক্ষণের সমস্যা কাটাতে চেলসির সেন্টারব্যাক অ্যান্টনিও রুডিগারকে দলে ভেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ। অবশেষে সব গুঞ্জনকে বাস্তবে প্রমাণিত করে আনুষ্ঠানিকভাবে রিয়ালে মাদ্রিদে যোগ দিলেন অ্যান্টনিও রুডিগার।
সোমবার মেডিকেল পরীক্ষার পর বার্নাব্যুতে এ জার্মান ডিফেন্ডারকে পরিচয় করিয়ে দেয়া হয়। ৪ বছরের চুক্তিতে মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি। সপ্তাহে বেতন পাবেন ৩ লাখ ১৫ হাজার পাউন্ড। চেলসিতে ২ নম্বর জার্সি পরে খেলেছেন রুডিগার। রিয়ালে এই জার্সি রাইটব্যাক দানি কারবাহলের। রিয়াল তাকে ১২ ও ২২ নম্বর জার্সির মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলেছিল। আর রুডিগার ২২ নম্বর জার্সিটা পছন্দ করেছেন।
বল নিয়ে কিছুক্ষণ কসরতের পর রিয়াল সমর্থকদের প্রতি ভিডিও বার্তাও দেন রুডিগার। সংবাদ সম্মেলনে বসার আগে চুক্তি সই, ছবি তোলা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সারেন তিনি। এ সময় রুডিগারের সঙ্গে ছিলেন তার স্ত্রী লরা ও দুই সন্তান।
সংবাদ সম্মেলনে রিয়ালে যোগ দিতে পেরে উচ্ছাস প্রকাশ করে ২৯ বছর বয়সী সাবেক চেলসি ডিফেন্ডার আরও বলেন, বার্সেলোনা থেকে প্রস্তাব এলেও রিয়াল ছাড়া অন্য কিছু ভাবেননি রুডিগার।
???? @ToniRuediger ✖ @RealMadrid #WelcomeRüdiger pic.twitter.com/abBmlMFhjT
— Real Madrid C.F. (@realmadrid) June 20, 2022