যৌন নিপীড়নের অভিযোগে জাতীয় পর্যায়ের কোচ নাদিম ইকবালকে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার বিরুদ্ধে এক নারী ক্রিকেটারকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নাদিম ইকবালের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পিসিবি। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসিও এ ঘটনার তদন্ত করবে।
পাকিস্তানের সাবেক পেসার নাদিম কোচ ছিলেন মুলতান অঞ্চলের। এ ঘটনায় তিনি বোর্ডের সঙ্গে চুক্তির কোনো শর্ত ভঙ্গ করেছেন কিনা, এ বিষয়ে তদন্ত চলছে এখন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘কোনো ধরণের অপরাধের তদন্ত আমরা করতে পারব না, কারণ এটা পুলিশের কাজ। কিন্তু আমরা এখন দেখছি আমাদের সঙ্গে করা চুক্তির কোনো শর্ত তিনি ভেঙেছেন কিনা।’
এর আগে ২০১৪ সালে মুলতানের একটি বেসরকারি ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের বিরুদ্ধে একই অভিযোগ করেন পাঁচ নারী ক্রিকেটার।