দক্ষিণ কলকাতার একটি অনুষ্ঠান মঞ্চে গাইতে এসেছিলেন বলিউডের বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুনাথ, ‘কেকে’ নামেই যিনি ভক্তকূলের কাছে পরিচিত ছিলেন। মঞ্চে গান গাইতে গাইতেই না ফেরার দেশে পাড়ি জমালেন ৫৪ বছর বয়সী এই গায়ক। বৃহস্পতিবার (২ জুন) দুপুর তিনটার দিকে মুম্বাইয়ের ভারসোভা এলাকার মুক্তিধাম শ্মশানে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানানো হয়, ‘কেকে’র প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে হাজির হোন সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য, গায়ক জাভেদ আলী, গায়িকা শিল্পা রাও, সেলিম মার্চেন্ট, অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষাল, নির্মাতা বিশাল ভরদ্বাজ।
কলকাতার নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের মঞ্চে গান গাইছিলেন কে কে। হঠাৎ অসুস্থবোধ করলে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, ততক্ষণে পৃথিবীর মায়া কাটিয়েছেন তিনি।
ভারতীয় সময় রাত সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময় রাত ১০টা) হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় এই শিল্পীকে। চিকিৎসকরা ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।