নন্দিত নির্মাতা চাষী নজরুল ইসলামে সহধর্মিণী ও লেখিকা জ্যোৎস্না কাজী আর নেই। গতকাল ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা।
রানা বলেন, ‘জ্যোৎস্না ভাবী অনেকদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। গতকাল আমাদের ছেড়ে চলে গেলেন। ওনার আত্মার শান্তি কামনা করছি।’
এর আগে ‘ওরা ১১ জন’খ্যাত কিংবদন্তি নির্মাতা চাষী নজরুল ইসলাম ২০১৫ সালের ১১ জানুয়ারি মারা যান। মৃত্যুর পর তার জীবন নিয়ে ‘টাটানগর থেকে বিএফডিসি’ নামে একটি বই লিখেছেন জ্যোৎস্না কাজী। তার মৃতুতে চলচ্চিত্রাঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেছেন।
সুরকার-সংগীত পরিচালক ইমন সাহা তার ফেসবুক ওয়ালে লিখেছেন: ‘চাষী আঙ্কেলের প্রতি আমার অনেক ঋণ। আর আপনার কাছে অনেক উৎসাহ, আদর, স্নেহ পেয়েছি সবসময়। ওপারে ভালো থাকবেন আন্টি।ঈশ্বর আপনার আত্মার মঙ্গল করুক।