লিটন দাস ও মুশফিকুর রহিম দলে ফেরায় ওপেনিং ও মিডল অর্ডারে পরিবর্তন হয়ে উঠেছিলো অবশ্যগাম্ভী। কিউইদের বিপক্ষে একাদশ কেমন হবে তা নিয়ে ছিলো প্রশ্ন। ম্যাচের আগে হেড কোচ রাসেল ডমিঙ্গো দুই প্রশ্নের একটির উত্তর জানিয়ে দিলেন।
সোমবার (৩০ আগস্ট) অনলাইন সংবাদ সম্মেলনে তিনি জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে চারে খেলবেন মুশফিকুর রহিম। তবে মিডল অর্ডারে মুশি ফিরলেও বাদ পড়ছেন না নুরুল হাসান সোহান। হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়ে দিয়েছেন, সোহান-এর কাঁধে থাকবে উইকেটরক্ষকের দায়িত্ব।
প্রথম দুই ম্যাচে তিনি উইকেটের পেছনের দায়িত্ব সামলাবেন। পরের দুই ম্যাচে মুশফিককে দেওয়া হবে কিপিং গ্লাভস। তাঁদের দু’জনের মধ্যে যিনি ভালো করবেন শেষ ম্যাচে তাঁকেই দেখা যেতে পারে উইকেটের পেছনে।
ডমিঙ্গো বলেন, ‘অবশ্যই সোহান আবারও কিপিং করবে। প্রথম দুই ম্যাচে তাঁকে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রত্যেকে দুই ম্যাচ করে সুযোগ পেলে পঞ্চম ম্যাচে কে দাঁড়াবে ওই সিদ্ধান্ত নিতে পারবো। হ্যাঁ, সোহানই প্রথম ম্যাচে কিপিং করবে।’
বাংলাদেশ-নিউজিল্যান্ড আগামী ১ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে। সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে আগামী ১০ সেপ্টেম্বর।