ফিফা’র ঘোষিত সর্বশেষ র্যাংকিংয়ে উন্নতি হয়েছে কোপা আমেরিকা’র ফাইনালে খেলা ব্রাজিল ও আর্জেন্টিনা’র। এছাড়া ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা ইতালি’র র্যাংকিংয়ে এসেছে পরিবর্তন। সর্বশেষ কনকাকাফ-এর ফাইনালে খেলায় সুখবর পেয়েছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (১২ আগস্ট) ঘোষিত ফিফা র্যাংকিং অনুযায়ী, শীর্ষে আছে বেলজিয়াম। কোপা আমেরিকা’র ফাইনাল খেলা ব্রাজিল উঠেছে দুইয়ে। গত ২৭ মে’র র্যাংকিংয়ে সেলেকাওরা ছিলো তিনে। ইউরো’য় দ্রুত বিদায় হয়ে যাওয়ায় ফ্রান্স এক ধাপ নেমে তিনে দাঁড়িয়েছে।
কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা দুই ধাপ এগিয়ে ছয়ে উঠেছে। আগে আলবিসেলেস্তেরা ছিলো আটে। ইউরো জয়ী ইতালি সাত থেকে উঠেছে পাঁচে। এছাড়া ইউরো’র ফাইনাল খেলা ইংল্যান্ড আগের অবস্থান চার ধরে রেখেছে।
ইউরো’য় দারুণ খেললেও ১০ থেকে নেমে ১১ তে চলে গেছে ডেনমার্ক। যুক্তরাষ্ট্র ১০ ও মেক্সিকো উঠেছে নয়ে। পর্তুগাল তিন ধাপ নেমে আটে চলে গেছে। ১২ থেকে ১৬ তে চলে গেছে জার্মানি। বাংলাদেশ পিছিয়েছে চার ধাপ। ফিফা’র স্বীকৃত ২১০ র্যাংকিং-এর মধ্যে আগে বাংলাদেশ ছিলো ১৮৪। এখন নেমে গেছে ১৮৮ তে।