তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমান ম্যাচের ওয়ানডে সিরিজ খুইয়ে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছেন মুশফিক-মাহমুদউল্লাহরা। তবে দলের সঙ্গে আসেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি রয়ে গেছেন দুবাইয়ে। সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জা পেতে হয়েছে টাইগারদের।
শুক্রবার (১২ আগস্ট) বিকেল সোয়া ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে দেশে আসে টাইগাররা।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হারের ক্ষত থাকলেও ৪০০তম ওয়ানডে জয়ের সুখস্মৃতি সঙ্গে করে নিয়ে এসেছেন টাইগাররা।
দলের সঙ্গে আসেননি তামিম ইকবাল আর নাঈম শেখ। ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক জিম্বাবুয়ে থেকে গেছেন দুবাইয়ে আর টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ উইন্ডিজ উড়ে গেছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে।
নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে টি-টোয়েন্টিতে হার দিয়ে শুরু হলেও দ্বিতীয়টিতে জয় তুলে সিরিজে সমতা আনে টাইগাররা। তবে তৃতীয় ম্যাচ হেরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারের স্বাদ পেতে হয় তাদের।
নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে সিরিজ জয়ের স্বপ্নে বিভোর থাকলেও মুদ্রার উলটো পিঠ দেখেছে সফরকারীরা। টানা দুই ম্যাচ হেরে ৯ বছর পর সিরিজ হারে। শেষ ম্যাচে জিতে কোনোমতে ধবলধোলাই এড়ায় তারা।
এই সিরিজে বাংলাদেশ শিবিরে হানা দেয় ইনজুরি। যার ফলে লিটন দাস ও নুরুল হাসান সোহানের মতো খেলোয়াড়রা এশিয়া কাপ থেকে বাদ পড়ে যান। মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে ইনজুরির কারণে দলের বাইরে থাকতে বাধ্য করেছে।