বিজেপির সঙ্গ ছাড়ার একদিন পর আবার ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জনতা দল ইউনাইটেডের নেতা নীতীশ কুমার। বিহারের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকায় অষ্টম বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।
একই সাথে নতুন জোট সরকারের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিবেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। স্থানীয় সময় আজ বুধবার (১০ই আগস্ট) দুপুর দুইটায় তাদের শপথ নেয়ার কথা রয়েছে।
এর আগে, মঙ্গলবার বিজেপিকে ছেড়ে নতুন জোট গড়েন বিহারের ক্ষমতাসীন দল জেডিইউ’র নেতা নীতিশ কুমার। তার দল নতুন জোট গড়েছে, কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, হিন্দুস্তান আম মোর্চা এবং বামপন্থীদের নিয়ে।
দেশটির রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নীতিশের জোটে কংগ্রেসও থাকায় বিহারের রাজনীতিতে বড় চাপের মুখে পড়েছে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি।