জলবায়ু পরিবর্তন, সামরিক আলোচনা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চীন। এই সিদ্ধান্তকে ভুল বলে আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শনিবার (৬ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর: আল জাজিরা।
এ সময় ব্লিঙ্কেন বলেন, ‘তাইওয়ানের প্রতি বেইজিং প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। মনে হচ্ছে চীন শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেওয়ার থেকে শক্তি প্রয়োগের দিকে বেশি নজর দিচ্ছে।’
ব্লিঙ্কেন বলেন, ‘চীনের সঙ্গে সহযোগিতা চুক্তির মধ্যে বেশ কয়েকটি সামরিক-থেকে-সামরিক চ্যানেল রয়েছে, যা ভুল যোগাযোগ এড়াতে এবং সংকট এড়াতে অত্যাবশ্যক। জলবায়ু সহযোগিতা স্থগিত করায় শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে তা নয়, এটি গোটা বিশ্বকে, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বকে শাস্তি দেবে। আমাদের দুই দেশের মধ্যে দ্বন্দ্বের কারণে বিশ্বের অন্য দেশগুলোকে জিম্মি করা উচিত নয়।’