ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভার রদবদলের পর নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। বুধবার (তেসরা আগস্ট) মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হিসেবে নতুন আট জনের মুখ দেখা যায়। বিকেলে রাজভবনে তাদের শপথ হয়।
নতুন দায়িত্ব পাওয়া বাবুল সুপ্রিয়কে একই সঙ্গে দুই দপ্তর সামলাতে দেওয়া হয়েছে। তার হাতে থাকছে পর্যটন এবং তথ্য ও প্রযুক্তি দপ্তর। এছাড়া নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে দায়িত্ব দেওয়া হয়েছে সেচ দপ্তরের। আর স্নেহাশিস চক্রবর্তীর হাতে থাকছে পরিবহন দপ্তর। উদয়ন গুহ’র হাতে রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। প্রদীপ মজুমদারের হাতে রয়েছে পঞ্চায়েত দপ্তর, যে দফতরের মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়।
এছাড়া প্রতিমন্ত্রী হয়েছেন বিপ্লব রায় চৌধুরী, তিনি মৎস্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন। তাজমুল হুসেন হয়েছেন ক্ষুদ্র, মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী। এছাড়া সত্যজিৎ বর্মণ হয়েছেন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী, যে দপ্তরে ছিলেন পরেশ অধিকারী।
মমতার মন্ত্রিসভায় নতুন মুখদের মধ্যে রয়েছে, তাজমুল হুসেন, বিপ্লব রায় চৌধুরী, বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার ও সত্যজিৎ বর্মণ।
পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর খালি ছিল একাধিক দপ্তর। এছাড়া প্রয়াত হয়েছেন সাধন পাণ্ডে ও সুব্রত মুখোপাধ্যায়, সেই দপ্তরগুলোও ফাঁকা ছিল। এছাড়া অনেকগুলো দপ্তরে এত দিন ছিল মুখ্যমন্ত্রীর কাছে।