আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার স্বাগত জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ খবর প্রকাশ করেছে।
বিবৃতিতে সৌদি জানিয়েছে, আল-জাওয়াহিরিকে সন্ত্রাসীদের শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হতো। ২০০১ সালে তার নেতৃত্ব ও পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সবচেয়ে ভয়াবহ ও ঘৃণ্য হামলা চালানো হয়েছিল। ওই হামলায় সৌদি নাগরিকসহ বিভিন্ন দেশ-ধর্ম-বর্ণের কয়েক হাজার মানুষ নিহত হয়েছিলেন।
এসময় সন্ত্রাসবাদ উৎখাত ও এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়েছে সৌদি আরব। এই দেশটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্রদেশ হিসেবে পরিচিত।
বিবৃতিতে আরও বলা হয়, জঙ্গি ও সন্ত্রাসীগোষ্ঠীর হামলা থেকে নিরাপরাধ মানুষকে রক্ষায় বিশ্বের সব দেশের সরকারকে আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার জাওয়াহিরির নিহতের কথা ঘোষণা করেন জো বাইডেন।