মারা গেছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফিদেল রামোস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
স্থানীয় সময় রোববার ( ৩১ শে জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডিমেনশিয়ায় ভুগছিলেন তিনি। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
ফিদেল রামোস দেশটির নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন। পরে ১৯৯২ থেকে ১৯৯৮ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়ে ফিলিপাইনে একইসাথে শান্তি ও অর্থনীতিতে ব্যাপক উন্নতি সাধন হয়। যা তাকে দেশটির ইতিহাসের সবচেয়ে সফল নেতাদের একজন হিসেবে খ্যাতি এনে দেয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।