আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাথে সংলাপের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সোমবার (২৫ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।
এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে । সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর ওবায়দুল কাদের বলেন, সংলাপের বিষয়টি সরকার ও প্রধানমন্ত্রীর বিষয়। এটা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
বিএনপির নির্বাচন কমিশনে যাওয়া উচিত ছিল বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এটা যদি না যায় তাহলে আর কি বলার থাকতে পারে।
এক প্রশ্নের জবাবে কাদের বলেন, দেশে কোন ধরণের খাদ্য সঙ্কট নেই । তবে প্রধানমন্ত্রী সংকট সমাধানে পারদর্শী বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। এদিকে, বৈঠকে সবক্ষেত্রে মিতব্যয়ী হতে মন্ত্রিসভার সদস্যসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।