বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

আর্জেন্টিনাকে হারিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ জয়

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১৮, ২০২২
আর্জেন্টিনাকে হারিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ জয়

দীর্ঘ এক যুগ পর হকি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা নারী দল। কিন্তু শিরোপার খুব কাছে গিয়েও পূরণ হলো না বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ছুঁয়ে দেখা হলো না স্বপ্নের হকি বিশ্বকাপ! নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে হেরে হৃদয় ভাঙল আর্জেন্টিনার।

অপরদিকে নারীদের হকির ইতিহাসে নবমবারের মতো বিশ্বকাপ জিতল নেদারল্যান্ডস।

রোববার (১৭ জুলাই) স্পেনের স্থানীয় সময় রাতে এস্তাদিও অলিম্পিক দে তেরাসায় ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে গত দুইবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে ম্যাচের মাত্র ১৭ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে মারিয়ার করা গোল এগিয়ে দেয় দলকে। এর সাত মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মারিয়া শাতলা। এই দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় নেদারল্যান্ডস। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই পেয়ে যায় তৃতীয় গোল।

ফেলিস আলবার্স ৩৬ মিনিটে লক্ষ্যভেদ করলে ম্যাচ আর্জেন্টিনার ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ৪৬ মিনিটে আসরের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার অগাস্তিনা গরজেলানি পেনাল্টি কর্নার থেকে বল জালে জড়ালে ব্যবধান কমে। তবে শেষ পর্যন্ত সেই ৩-১ গোলে শেষ হয় ম্যাচ।

২০০২ এবং ২০১০ সালে দু’বার নারী হকি বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা। এবার দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসির দেশের মেয়েরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ