দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সেপ্টেম্বরে দেশে ফিরতে পারেন।
সোমবার (১৫ই আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ এন এর জ্যেষ্ঠ নেতা জাভেদ লতিফ।
জাভেদ লতিফ বলেন, ‘আমাদের নেতা নওয়াজ শরীফ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সেপ্টেম্বরেই দেশে ফিরবেন তিনি।’
আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি ও অন্যান্য আর্থিক অনিয়মে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তানের ২০১৮ সালে পাকিস্তানের একটি বিশেষ আদালত নওয়াজকে ১১ বছরের কারাদণ্ড দেয়। সেই সঙ্গে তাকে জরিমানা করা হয় ১ দশমিক ৩ বিলিয়ন পাকিস্তানি রুপি।
২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান নওয়াজ শরীফ। সেই থেকে সেই দেশেই আছেন তিনি।
তবে চলতি বছরের এপ্রিলে ক্ষমতায় আসেন নওয়াজের ভাই শেহবাজ শরিফ। তাতেই নওয়াজের পাকিস্তানে আসার পথ সুগম হয়।