সিকিমের নাথুলায় তুষারঝড়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ১৫০ জন আটকা পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তুষারধসে ঠিক কতজন পর্যটকের মৃত্যু হয়েছে ও কতজন আটকা পড়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি।
জানা যায়, গ্যাংটক থেকে নাথুলা যাওয়ার পথে পর্যটকবোঝাই গাড়ির ওপর দুপুর ১২টা ২০ মিনিটে তুষারধস নেমে আসে। এতে গাড়ির পর্যটকরা খাদের দিকে ছিটকে যান। এ ঘটনায় একাধিক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বহু পর্যটককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের সেনার বেস ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
পর্যটকদের উদ্ধারে কাজ শুরু করেছে সিকিম সেনারা। সিকিম সেনাদের পাশাপাশি উদ্ধারকাজে নেমেছে পুলিশ।