৮০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও এর আশেপাশের এলাকায়। এর প্রভাবে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ছয়জন।
দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৯ই আগস্ট) এই তথ্য সামনে এনেছে।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার রাতে সিউলের দক্ষিণ অংশে প্রতি ঘণ্টায় ১০০ মিমি এর বেশি বৃষ্টি হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত সিউলে সর্বমোট ৪২০ মিলিমিটার বৃষ্টি হযেেছ। এছাড়া আজ সারাদিন আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে, বৃষ্টির কারণে সেখানকার অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাস্তা ও পাতাল রেল ডুবে গেছে। প্লাবিত হয়েছে বহু এলাকা।
সেন্ট্রাল ডিজাস্টার অ্যান্ড সেফটি কাউন্টারমেজারস জানিয়েছে, সিউলে অন্তত পাঁচজন এবং পার্শ্ববর্তী গিয়াংগি প্রদেশে আরও তিনজন মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন ছয়জন। আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্যায় ৭৪১টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮০০ বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।