মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

মতিঝিলে টিপু-প্রীতি হত্যা: আটক সোহেল-মারুফ দুই দিনের রিমান্ডে

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১, ২০২২
Tipu-Rrity

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সোহেল শাহরিয়ার ও মারুফ রেজা সাগরের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার।

এর আগে রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল এলাকা থেকে এ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সোহেল শাহরিয়ার রানা সাবেক ছাত্রলীগ নেতা এবং মারুফ রেজা সাগর মতিঝিল এলাকার সাবেক যুবলীগ নেতা। মতিঝিল গোয়েন্দা বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মামলার তদন্তে নতুন করে এই দুইজনসহ অন্তত ১৪ জনের নাম এসেছে। তাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।

আলোচিত এই হত্যা মামলায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হল। এর আগে শনিবার (৩০ জুলাই) চার জনকে গ্রেপ্তার দেখায় ডিবি মতিঝিল বিভাগ।

উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের আমতলা এলাকায় অজ্ঞাত অস্ত্রধারীর গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু ও ২৪ বছর বয়সী কলেজছাত্রী প্রীতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ