পাঞ্জাবের উপ-নির্বাচনে ‘নিরঙ্কুশ জয়’ পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রোববার উপ-নির্বাচনে জয়ের পর পার্টির চেয়ারম্যান ইমরান খান বলেছেন, সামনে এগিয়ে যাবার একমাত্র পথ হচ্ছে ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’।
প্রদেশটির ২০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) তুলনায় পিটিআই বেশি ভোট পেতে সক্ষম হয়েছে। খবর জিও টিভির।
ফলাফল আসতে শুরু করার সঙ্গে সঙ্গে ইমরান খান তার টুইটারে আগাম জাতীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এখান থেকে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো একটি বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা।
তিনি আরও বলেন, অন্য কোনো পথ কেবল বৃহত্তর রাজনৈতিক অনিশ্চয়তা এবং আরও অর্থনৈতিক বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে। এদিকে পাঞ্জাবের উপনির্বাচনের প্রাথমিক, অনানুষ্ঠানিক ফলাফল হিসেবে পিটিআই শিবিরে পুরোদমে চলছে উদযাপন।
অন্যদিকে নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন পিএমএল-এন’র নেতারা। নির্বাচনে অন্তত ৯টি আসনে জয় পেয়েছে পিটিআই। আরও কয়েকটি আসনে এগিয়ে রয়েছে ইমরান খানের দল।