ভারতের পশ্চিমবঙ্গের তিস্তার পানি বাড়ায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দোহমনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়।
বুধবার (১৫ জুন) রাতেই তিস্তা নদী সংলগ্ন পঞ্চায়েত এলাকা বিবেকানন্দপল্লীসহ বেশ কিছু জায়গা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত চৌধুরী এবং জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। তারা জানান, তাদের নজরদারি চলছে নদীর গতিবিধির ওপর।
পুলিশ সুপার জানান, তিস্তার বেশ কিছু অসংরক্ষিত এলাকার বাড়ি প্লাবিত হয়েছে। লোকজনদের সচেতন করতেই এলাকা পরিদর্শন করছি। অন্যদিকে এলাকাবাসীরা জানায়, এবারের মত এত তাড়াতাড়ি তিস্তার পানি আগে কখনও বাড়েনি।
যদিও জলপাইগুড়ি স্থিত কেন্দ্রীয় ফ্লাড কন্ট্রোল রুম থেকে প্রতিনিয়ত নদী গুলোর পানির বৃদ্ধির ওপর চলছে কড়া নজর দাড়ি।
এর পাশাপাশি জলঢাকা নদীতেও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে পানি, বুধবার বিকেল থেকেই এই নদীর অসঙ্গরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ বিপদ সংকেত।
বৃহস্পতিবার (১৬ জুন) আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়ার খবরে জানা গিয়েছে, আজ দুপুর ২ টা থেকে অতিভারি বৃষ্টিপাত হতে চলেছে জলপাইগুড়িসহ বিস্তৃণ অঞ্চলে।