আজ শুক্রবার দিনভর আনন্দ উল্লাস আর স্মৃতিচারণের মধ্যে দিয়ে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের ২০০২ ব্যাচের প্রাক্তন ছাত্রদের আয়োজনে এক জাঁকজমকপূর্ণ পূনমির্লনী অনুষ্ঠান শেষ হয়েছে
এ উপলক্ষে আজ স্কুল প্রাঙ্গণে বসেছিলো পুরোনো বন্ধুদের মিলনমেলা। এ যেনো পুরোনো সম্পর্ক নতুন করে ঝাঁলাই করে নেওয়া।
মহিউদ্দিন, ধীমান,উজ্জল,মোরশেদ,অপুদের মতোন একঝাঁক সংগঠন প্রিয় বন্ধুদের চমৎকার ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটিই ছিলো মনে রাখার মতোন।
সাজসজ্জা থেকে শুরু করে খাবারদাবারসহ সকল আয়োজনই ছিল প্রশংসার দাবিদার। আয়োজকদের এ আয়োজনে খুশি ছাত্র শিক্ষকরাও।
অনুষ্ঠান সফল করতে তারা দফায় দফায় বৈঠক করে পুনর্মিলনী অনুষ্ঠানের কর্মসূচী নির্ধারণ করে আজকের এই অনুষ্ঠান স্বার্থক করে তুলে।
জানা গেছে কৈশোরের বন্ধুদের আয়োজনে পুনর্মিলনী -২০২২ অনুষ্ঠানটিতে ১৩৩ জন প্রাক্তন ছাত্র রেজিষ্ট্রেশন করেছিলো।
অনুষ্ঠানকে কেন্দ্র করে কৈশোরের বন্ধুদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।পুরো স্কুল ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে।সর্বত্র ছিল উৎসবের আমেজ।
আজ পূনমির্লনী অনুষ্ঠানে ব্যাপক সংখ্যাক প্রাক্তন ছাত্র, শিক্ষক ও রেকর্ড সংখ্যক মিডিয়া কর্মী ও সুধীজন উপস্থিত ছিল।
পূনমির্লনী উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশ করা হয়েছে। আজ এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।
সকাল ১০ টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান হয়ে চলে মধ্য মধ্য রাত অব্দি। ছিল পুরোনো দিনের স্মৃতিচারণ, কবিতা,গান ও সাবেক ও বর্তমান শিক্ষক ছাত্রদের মিলনমেলা।
এছাড়া স্কুলের সম্মানিত প্রাক্তন ও বর্তমান শিক্ষকদেরও অনেকেই আমন্ত্রিত হয়ে এসেছিলেন।
এছাড়া নানান আয়োজনে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ করার জন্য সব ধরণের চেষ্টা করেছে আয়োজকরা।
কৈশোরের বন্ধুদের আয়োজিত উৎযাপন কমিটির চমৎকার এ আয়োজনে অনেকেই আপ্লূত।
আজ ২২ জুলাই শুক্রবার স্কুলটির অডিটোরিয়াম মিলনায়তনে দিনভর ছিল প্রাক্তন ছাত্র শিক্ষকের মিলনমেলা।
অনুষ্ঠানে ছিল পুরোনো বন্ধুদের জন্য গেঞ্জিসহ নানান উপহার।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকেরা। সবাই ঐক্যবদ্ধ থাকলে আগামীতে আরও বড় ধরনের অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।