ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহে মধ্য এশিয়ায় অবস্থিত সাবেক সোভিয়েত ইউনিয়নের ছোট দু’টি দেশ সফর করবেন তিনি। খবর আল জাজিরার।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রোশিয়া ১ এর ক্রেমলিন প্রতিনিধি পাভেল জারুবিন বলেছেন, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফর করবেন পুতিন। পরে তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে আলোচনার জন্য মস্কোতে মিলিত হবেন।
জারুবিন বলেন, তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে দেশটির দীর্ঘদিনের শাসক এবং রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট ইমোমালি রাখমোনের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন। আর তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাটে ক্যাস্পিয়ান দেশগুলোর এক সম্মেলনে আজারবাইজান, কাজাখস্তান, ইরান এবং তুর্কমেনিস্তানের নেতাদের সঙ্গে পুতিন যোগ দেবেন।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে সর্বশেষ বিদেশ সফরে চীন গিয়েছিলেন পুতিন। তখন শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পুতিন ‘সীমাহীন বন্ধুত্বের’ চুক্তি করেছিলেন। আর ইউক্রেনে রুশ অভিযান শুরু হয় ২৪ ফেব্রুয়ারি।