ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে বন্দুক হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে এই হামলায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে অনেককেই।
তবে কোপেনহেগেন পুলিশ প্রধানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় বেশ কয়েকজন মারা গেছে এমন খবর তারা পেয়েছেন, তবে মৃতের সংখ্যা সঠিকভাবে জানানোর তথ্য এখনও তাদের হাতে নেই।
এই ঘটনায় জড়িত সন্দেহে ২২ বছর বয়সী এক ড্যানিশ নাগরিককে আটক করেছে পুলিশ।হামলার ঘটনার সাথে সাথে আশপাশের সব রাস্তা ও মেট্রো লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি নিজেই দশটি গুলির শব্দ শুনেছেন। গোলাগুলির সময় অনেকেই শপিংমলের বড় বড় বোর্ডের পেছনে লুকায়। কেউ কেউ ভয়ে ছোটাছুটি করতে করতে মাঠে নেমে যান।
আল জাজিরার খবরে বলা হয়েছে, আক্রান্ত শপিংমলটি স্ক্যান্ডিনেভিয়ান এলাকার সবচেয়ে বড় শপিংমল গুলোর একটি। স্থানীয় সময় বিকালের দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে।