শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

চট্টগ্রামের জলাবদ্ধতা: মেগা প্রকল্পেও সুফল নেই

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১, ২০২২

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূর করতে প্রায় ১১ হাজার কোটি টাকার চারটি মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হলেও এখনও এসবের সুফল মিলছে না। উল্টো বাড়ছে জলাবদ্ধ এলাকার সংখ্যা। এজন্য সঠিক পরিকল্পনারা অভাবকে দুষছেন নগরবাসী। তবে বাস্তবায়নকারী সংস্থাগুলো বলছে, ভূমি অধিগ্রহণ করে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলেই মিলবে সুফল।

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ১১ হাজার কোটি টাকায় চারটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সিটি করপোরেশন ও তিনটি সরকারি সেবা সংস্থা। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ।

নগরীর ”বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আর, শাহ আমানত সেতু থেকে নেভাল একাডেমি এবং কালুরঘাট হতে মদুনাঘাট পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ ও ড্রেনেজ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে চট্টগ্রাম বন্দরের আপত্তিতে যার মাঠ পর্যায়ের কাজ এখনও শুরু হয়নি। এসব প্রকল্পের আওতায় নতুন খাল খনন ও পুরাতন খালের সংস্কার যেমন রয়েছে তেমনি জোয়ারের পানি নিয়ন্ত্রণে ৪০টি খালের মুখে স্লুইচগেট নির্মাণসহ রয়েছে বেশ কিছু পরিকল্পনা।

কিন্তু ভূমি অধিগ্রহণ, চট্টগ্রাম বন্দরের আপত্তি সহ নানান জটিলতায় ধীরগতিতে চলছে বন্দরনগরীর জলাবদ্ধতা নিরসনে নেয়া এসব প্রকল্পের কাজ। কোনটি কাজ শুরুর পর আটকে আছে, কোনটির মাঠপর্যায়ের কাজ শুরুই হয়নি। ফলে দুর্ভোগ কমছে না বন্দরনগরীর বাসিন্দাদের। সঠিক পরিকল্পনার অভাব ও সমন্বয়হীনতাকে দুষছেন তারা।

তবে জলাবদ্ধতা নিরসনে নেয়া প্রকল্পগুলো নিয়ে আশার বানী শোনালেন সংস্থাগুলোর কর্তাব্যাক্তিরা। প্রকল্পগুলোর তদারকিতে গঠিত কমিটির প্রধান ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন জানান, সকল সংস্থার কাজ সমন্বয় ও ভূমি অধিগ্রহণ দ্রুত শেষ করে জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ