বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্যার্তরা খাবার পাচ্ছে না আর দেশে পদ্মা সেতু নিয়ে সরকার গানবাজনা করছেন। বৃহস্পতিবার (২৩ জুন) সিলেটের জৈন্তাপুরে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, সরকারি ত্রাণ বরাদ্দ না হওয়ায় মানুষ চরম দুর্ভোগে আছে। কিন্তু সরকার ব্যস্ত পদ্মা সেতু আর উড়াল সড়কের নামে প্রকল্প করে টাকা লুটপাটে।
তিনি বলেন, এখন ত্রাণ দেয়ার দায়িত্ব ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। তারা সেটা পারছেন না। বিভিন্ন বাহিনী কাজ করলেও সরকারি কর্মকর্তাদের কোথাও দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকার হটিয়ে নিরপেক্ষ সরকারের অধিনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর হাতে নির্বাচনের দায়িত্ব দেয়া যাবে না।