ফিনা বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন আমেরিকান তারকা সাঁতারু আনিতা আলভারেজ। সুইমিংপুলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। শেষমেশ ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করেন কোচ আন্দ্রেয়া ফুয়েন্তেস।
বৃহস্পতিবার (২৩ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এর প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানা যায়, বুদাপেস্টে ফ্রি আর্টিস্টিক সাঁতারের নারী বিভাগে পারফর্ম করছিলেন আনিতা। তখনই ঘটে এমন ঘটনা । সুইমিংপুলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে তলিয়ে যেতে থাকেন পুলের তলানিতে। পরবর্তীতে পুলের পাশে টিশার্ট আর শর্টস পরে দাঁড়িয়ে থাকা কোচ ঝাঁপিয়ে পড়ে তুলে আনে। এতে প্রাণে বেঁচে যান তিনি।
এ ঘটনায় কোচ ফুয়েন্তেস বলেন, বিষয়টি ভয়ানক ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তবে সে এখন ভালো আছে। আনিতা আপাদত বিশ্রামে রয়েছে। তবে শিগগিরই ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে।
উল্লেখ্য, এমন ঘটনা আনিকার প্রথম নয়। গতবছর বার্সেলোনায় অলিম্পিক কোয়ালিফায়ারে আর্টিস্টিক সুইমিং করার সময় পুলেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।