মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

আট মাসে ভারতের ৬ অধিনায়ক, মজা পাচ্ছেন দ্রাবিড়

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২০, ২০২২

রবি শাস্ত্রীর পর ভারতীয় দলের কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের সাজঘরে ফিরে আসার অভিজ্ঞতা কেমন? ভারত-দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের আগে নিজেই সে কথা জানালেন ঋষভ পন্থদের গুরু।

দ্রাবিড় বলেছেন, ‘কোচের কাজটা বেশ উত্তেজনার। দারুণ মজা হচ্ছে। একই সঙ্গে কাজটা যথেষ্ট চ্যালেঞ্জেরও। আট মাসে আমি ছয় জন অধিনায়ককে পেয়েছি। দায়িত্ব নেওয়ার সময় আমার এমন পরিকল্পনা ছিল না।’ বলেই হেসে ফেলেছেন দ্রাবিড়।

কেন এমন হলো? দ্রাবিড় বলেছেন, ‘আসলে খেলার সংখ্যা অনেক বেড়েছে। করোনার প্রভাবও আছে। তাই আমাকে বেশ কয়েক জন অধিনায়ককে নিয়ে কাজ করতে হচ্ছে। ব্যাপারটায় একটা মজা আছে। অনেকে নেতৃত্ব দেয়ার সুযোগ পাচ্ছে। আমরাও এক সঙ্গে অনেক নেতাকে তৈরি করে নিতে পারছি।’

কিছু দিন অন্তর বদলে যাচ্ছে ভারতীয় দলের অধিনায়ক। কাজ করতে সমস্যা হচ্ছে না? দ্রাবিড় বলেন, ‘না। আমরা ক্রমশ ভালো করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন জনকে নিয়ে চেষ্টা করেছি গত আট মাস ধরে। টেস্ট ক্রিকেটের দিক থেকে দেখলে দক্ষিণ আফ্রিকা সফর আমাদের জন্য একটু হতাশার ছিল। সাদা বলের ক্রিকেটে কিন্তু আমাদের ফল ভালই হচ্ছে। দলের চরিত্র ফুটে উঠছে।’

ভারতীয় ক্রিকেটে একের পর এক জোরে বোলার উঠে আসায় বেশ খুশি ভারতীয় দলের কোচ। দ্রাবিড় বলেছেন, ‘আইপিএলে আমরা কয়েক জন প্রতিভাবান জোরে বোলার পেয়েছি। কয়েক জনের গতি তো দুর্দান্ত। অনেক তরুণ তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়েছে। অনেকেই ভাল। পুরো ব্যাপারটা ভারতীয় ক্রিকেটের জন্যও দারুণ।’-আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ