কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে আরো ১ হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩৯ হাজার ৪৬৮ জনে। একইসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯১ হাজার ৭৪৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হলেন ৫৪ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ১৪ জন।
তাছাড়া এই দিন বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫৭ হাজার ৫৩৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫১ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৩৭২ জন।
শনিবার (১৮ই জুন) করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে জানা গেছে এসব তথ্য।
গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮১ হাজার ৬৭৬ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ১৯৯ জন।
তাইওয়ানে নতুন আক্রান্ত ৫৫ হাজার ২৬১ জন, মৃত ১৫৪ জন, ফ্রান্সে নতুন আক্রান্ত ৫০ হাজার ৬০৫ জন, মৃত ৪৩ জন, ইতালিতে নতুন আক্রান্ত ৩৫ হাজার ৪২৭ জন, মৃত ৪১ জন, অস্ট্রেলিয়ায় নতুন আক্রান্ত ৩০ হাজার ১৮৭, মৃত ৫২ জন, স্পেন মৃত ৮১ জন, নতুন আক্রান্ত ১৬ হাজার ৯০, মেক্সিকোয় মৃত ৬৯ জন, নতুন আক্রান্ত ৯ হাজার ৪০৬ জন এবং যুক্তরাজ্যে মৃত ৬৫ জন, নতুন আক্রান্ত ১২ হাজার ৫৪ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।