‘তোমরা মিথ্যাচার করো আমরা কাজ করে জবাব দেই’ বিএনপিকে উদ্দেশে করে এমন মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
শনিবার (১১ জুন) দুপুর পৌনে ১২ টায় গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়। দলের পক্ষ থেকে প্রথমে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকার দুই মেয়র, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণভবন ও পিএমও কর্মকর্তারাও শুভেচ্ছা জানিয়েছেন।
ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশে করে বলেন, ‘তোমরা মিথ্যাচার করো আমরা কাজ করে জবাব দেই। আজ আমাদের গণতন্ত্রের বিজয় দিবস’।