আফ্রিকার বাইরেও বিশ্বের অন্তত ৩০টি দেশে সাড়ে পাঁচশ’র বেশি মানুষ মাংকিপক্সে আক্রান্ত হয়েছে। আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর রয়টার্স।
আফ্রিকার বাইরে নতুন নতুন দেশে শনাক্তের হার বাড়তে থাকায় উদ্বিগ্ন বিজ্ঞানীরা। কারণ যারা শনাক্ত হয়েছেন তাদের কেউই আফ্রিকায় ভ্রমণের ইতিহাস নেই। বিশ্বে ১৯৭০ সালে প্রথম মাংকিপক্স ভাইরাস শনাক্ত হয়েছিল।
নাইজেরিয়ায় ২০১৭ সাল থেকে মাংকিপক্সের প্রাদুর্ভাব দেখা দেয়। এখন পর্যন্ত দেশটিতে ৬০০ জন সন্দেহভাজন এবং প্রায় ২৫০ জন শনাক্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের মহাপরিচালক ইফেদায়ো অ্যাডেটিফা।
বিশ্বের উন্নত দেশগুলোয় মাংকিপক্সে শনাক্ত মোকাবিলায় শনাক্তকরণ পদ্ধতি ও টিকা সরবরাহে প্রতিশ্রুতি দিয়েছে বায়োফার্মাসিউটিক্যাল খাতের প্রতিষ্ঠানগুলো।
মাংকিপক্স একটি প্রাণীবাহিত রোগ। এটি অন্য প্রাণীদের থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। মাংকিপক্সে আক্রান্তদের নির্দিষ্ট ওষুধ বা চিকিৎসা পদ্ধতি নেই। পরিসংখ্যান অনুসারে, স্মলপক্সের টিকা ৮০ শতাংশ ক্ষেত্রে মাংকিপক্সের বিরুদ্ধে কাজ করে।