আওয়ামী লীগের প্রভাবশালীদের সিন্ডিকেটের কারণে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের পকেট কাটতে চালের দাম বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। আজ বুধবার (পহেলা জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৃষকদলের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
এসময় মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে না। ওবায়দুল কাদের যেভাবে হুমকি দিচ্ছেন, এটা রাজনৈতিক ভাষা নয়। ভাষা পরিবর্তন করুন। ছাত্রলীগ হামলার পর তাদের বাহবা দিচ্ছেন, এটাই তাদের চরিত্র। গণতন্ত্রে বিশ্বাস করলে এই ভাষায় কথা বলতেন না’।
তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আবারও লুটপাটের ষড়যন্ত্র করছে। সকলকে সরকারের দুশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।