উপকূলীয় এলাকার জমির লবণাক্ততা কমিয়ে সবজি চাষের এক বিশেষ পদ্ধতি বের করেছে খুলনার বটিয়াঘাটার লবণাক্ততা গবেষণা কেন্দ্র। ‘মালচিং পেপার’ নামের এক বিশেষ প্লাস্টিক ব্যবহার করে এই চাষাবাদ চলছে। এর ফলে মাটির লবনাক্ততা কমার পাশাপাশি বাড়ছে উর্বরতা। এই পদ্ধতিতে ফসল উৎপাদন বাড়ায় খুশি কৃষকরাও।
খুলনার উপকূলের মাটিতে লবণাক্ততার পরিমাণ বেশি। এর ফলে উপকূলে সব ধরনের ফসল চাষ করা যায় না। এ সমস্যা সমাধানে ফসল চাষে বিশেষ এক উদ্যোগ নিয়েছে লবণাক্ততা গবেষণা কেন্দ্র। প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক ‘মালচিং পেপার’ ব্যবহার করে সবজি চাষের পদ্ধতি বের করেছে। এর মাধ্যমে লবনাক্ততা কমিয়ে মাটিকে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করা হয়।
গবেষণা কেন্দ্রের কর্মকাতারা জানান, মালচিং পেপার ব্যবহারের ফলে মাটির লবনাক্ততা প্রায় অর্ধেক কমে যায়। এতে সেচ কম লাগে, আগাছাও হয় না। সব মিলিয়ে ফলন ১০-১৫ শতাংশ বাড়ে। তাই এ পদ্ধতিতে সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
লবণাক্ততা গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা জানালেন, পদ্ধতিটি ব্যবহারে ভালো ফল মিলছে।
এ পদ্ধতি উপকূলীয় জেলাগুলোয় ছড়িয়ে দেয়ার কথাও জানালেন তিনি।