রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থার মধ্যেও আগস্টে এশিয়া কাপ আয়োজন করতে প্রস্তুত শ্রীলঙ্কা। নির্ধারিত সূচির তিন দিন আগেই আসর শুরু করতে চায় দেশটির ক্রিকেট বোর্ড। সোমবার লঙ্কান বোর্ডের সূত্রের বরাতে গণমাধ্যমে এমন খবর এসেছে।
দুবার পেছানোর পর এবছরের ২৭ আগস্ট শুরু হওয়ার কথা এশিয়া কাপের ১৮তম আসর। টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই কয়েকটি দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচি থাকায় আসর ৩ দিন এগিয়ে ২৪ তারিখে আয়োজনের প্রস্তাব এসেছে। এক্ষেত্রে অংশগ্রহণকারী সব দেশের সম্মতিও অপেক্ষায় বোর্ডটি।
‘আন্তর্জাতিক সূচিতে সংঘর্ষ এড়াতে পাকিস্তানসহ অংশগ্রহণকারী কয়েকটি দল সূচির ক্ষেত্রে সামঞ্জস্য আনতে অনুরোধ করেছে। সেপ্টেম্বরের শেষদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টি-টুয়েন্টি খেলবে পাকিস্তান। যদি এশিয়া কাপ ২৪ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর শেষ হয়, তারা সঠিক সময়ে দেশে ফিরতে পারবে।’
এবছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায় ক্ষুদ্র সংস্করণেই এবারের এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এসিসি। খেলবে ৬ দল। পাঁচ টেস্ট খেলুড়ে দেশ- শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরি অংশ নেবে। বাকি একটি দল আসবে কোয়ালিফায়ার খেলে। আগস্টের মাঝামাঝিতে হবে কোয়ালিফায়ারের ম্যাচগুলো।
শ্রীলঙ্কার প্রস্তাবিত সূচি অনুযায়ী ৭ সেপ্টেম্বর শেষ হবে এশিয়া কাপ। সেখান থেকে ফিরেই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ পূর্ববর্তী ক্যাম্প সারতে যাবে বাংলাদেশ। অক্টোবরের শুরুতে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের।