দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ খেলার পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। দিনের শুরুতেই মুশফিকুর রহিম আউট হওয়ায় চাপে পড়লেও লিটন-সাকিব জুটিতে তা কাটিয়ে উঠেছে টাইগাররা।
ব্যাট করতে নেমে সাকিব তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের আরেকটি অর্ধশতক। লিটন দাশও তার দায়িত্বশীল ব্যাটিংয়ে পৌঁছেছেন অর্ধশতকের দ্বারপ্রান্তে। এপর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৪৯ রান।
এর আগে ম্যাথিউস আর চান্দিমালের জোড়া সেঞ্চুরির সুবাদে ৫০৬ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করে সফরকারিরা। তবে খেলার চতুর্থ দিনে স্বাগতিকদের ভালো শুরু এনে দিতে পারেনি টপ ওর্ডারের ব্যাটসম্যানরা। ৩৪ রান তুলতেই হারিয়েছেন ৪ উইকেট।