বর্তমানে ২২ গজে পুরোই ফর্মে রয়েছেন লিটন দাস। তিনি যেখানেই নামছেন তার ব্যাটে রান আসছে। এর প্রেক্ষিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি তুলে নিয়েই অষ্টম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
টেস্টে ৫ হাজার ২৩৫ রান নিয়ে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে লিটনের উপরে আছেন মাত্র ৪ জন। মুশফিকের পর তার উপরে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুমিনুল হক। চলতি ম্যাচসহ ৫৬ ইনিংসে ২ হাজার রানের দেখা পান লিটন। হাফ সেঞ্চুরি ১২টি ও সেঞ্চুরি ৩টি। গড় ৩৭.০৭। গড়ের দিক থেকে তিনি অবস্থান করছেন পঞ্চম স্থানে। ৩৯.৫৩ গড়ে সবার উপরে তামিম। এরপর সাকিব, মুমিনুল, ও মুশফিকের অবস্থান।