বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

মেসি ঝড়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
আপডেট : জুলাই ৪, ২০২১

কোপা আমেরিকায় সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। আবারও লিওনেল মেসি ঝলকে কোয়ার্টার ফাইনালে তারা ৩-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। শেষ চারে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

দুর্দান্ত ফর্মে আর্জেন্টিনা, সঙ্গে মেসিও। দুইয়ের মিশ্রণে কোপা আমেরিকার জয়ের স্বপ্ন দেখছে লাতিন আমেরিকার দেশটি। কোয়ার্টার ফাইনালের চৌকাঠ পেরিয়ে এবার সেমিফাইনালের মঞ্চে আলবিসেলেস্তেরা। আজ (রবিবার) ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মেসি শুরুতে ভালো একটি সুযোগ নষ্ট করলেও ম্যাচের শেষ মুহূর্তে লক্ষ্যভেদ করেছেন। সঙ্গে করিয়েছেনও গোল।

স্কোরলাইন ৩-০ হলেও জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে আর্জেন্টিনাকে। ৮৪ মিনিটে লাউতারো মার্তিনেসের গোলটির আগে ম্যাচ আর্জেন্টিনার পক্ষে ছিল না। ইন্টার মিলান স্ট্রাইকার টানা দ্বিতীয় ম্যাচে লক্ষ্যভেদ করলে স্বস্তি ফেরে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ক্যাম্পে। পরে ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে মেসি জাল খুঁজে পেলে সেমিফাইনালে ওঠার আনন্দে মাতে আর্জেন্টিনা।

দুটি এসিস্ট ও শেষ দিকে একটি গোল করলেও প্রথমার্ধেই সুবর্ণ সুযোগটি মিস করেন মেসি। ২২ মিনিটে তার নেওয়া একক প্রচেষ্টার শট সরাসরি গিয়ে লাগে পোস্টের ভেতর দিকে! তবে প্রথম গোলটি বানিয়ে দিতে তার ছিল অসামান্য ভূমিকা। ৪০ মিনিটে তার দেওয়া বল ধরেই জাল কাঁপান রদ্রিগো দে পল।

শেষ দিকেও একই কাজটি করেন লাউতারো মার্তিনেসের বেলায়। মেসির এসিস্টে আসে দ্বিতীয় গোল। শেষ দিকে যোগ হওয়া সময়ে আনহেল দি মারিয়াকে ফাউল করলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ৯০+৩ মিনিটে ডেড বল থেকে দর্শনীয় এক গোলে জাল কাঁপান মেসি। আর তাতে আর্জেন্টিনার জার্সিতে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী গোলসংখ্যা নিয়ে গেছেন ৭৬-এ। এই জয়ে ১৭ ম্যাচে অপরাজিত রইলো আর্জেন্টিনা।

মেসির গোলের আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল ইকুয়েডর। দি মারিয়ার নিশ্চিত গোলের সুযোগ আটকে দিতে গিয়ে ফাউল করে বসেন পিয়েরো হিনকাপিয়ে। মারাত্মক অপরাধে রেফারি তাকে দেখান লাল কার্ড। আর ওই ফাউলে পাওয়া ফ্রি কিক থেকেই গোল পেযেছেন মেসি।

দিনের আগের কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে লুইস সুয়ারেসদের ৪-২ গোলে হারিয়ে শেষ চারে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে কলম্বিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ