আফগানিস্তানে সরকার গঠন নিয়ে তালেবান নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। তালেবানের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদারের সাথে মন্ত্রিসভা সদস্যদের মতের অমিল হয়েছে বলে জানিয়েছে বিবিসি। কয়েকদিন ধরে বারাদার প্রকাশ্যে না আসায় এই খবরকে আরো জোরালো করেছে।
শীর্ষস্থানীয় তালেবান নেতার মতে, গত সপ্তাহে প্রেসিডেন্সিয়াল প্যালেসে এই দ্বন্দের সূত্রপাত। সরকারের গঠনতন্ত্র নিয়ে বারাদার খুশি নন। তার মতে, তালেবানদের জয় এসেছে কূটনৈতিক আলোচনার হাত ধরে।
অপর দিকে হাক্কানি গ্রুপের প্রধানের দাবি, বিদেশী শক্তির বিরুদ্ধে তাদের সশস্ত্র লড়াই-ই জয় এনে দিয়েছে। তবে এসব তথ্য সঠিক নয় বলে দাবি করেছে তালেবান।