মহামারি করোনা পরিস্থিতি দিন-দিন খারাপের দিকেই যাচ্ছে। দেশে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই উদ্বেগ ছড়াচ্ছে ডেল্টা ধরণ। তবে সংক্রমণের লাগাম টানতে সরকার ফের কঠোর লকডাউন ঘোষণা করেছে। প্রায় দুই মাসেরও বেশি সময় পর আবারও শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। কিন্তু জনমনে প্রশ্ন রয়েই যাচ্ছে মহামারির এ শঙ্কা থাকবে আর কতদিন?
সারাদেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এটাই দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো করোনায় মৃত্যু একশ’র ওপরে। এর আগে ৩০ জুন ১১৫ জন, ২৯ জুন ১১২ জন, আর ২৮ জুন মারা যায় ১০৪ জন। এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মোট মারা গেছেন ১৪ হাজার ৬৪৬ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ৩০১ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। একই সময়ে করোনামুক্ত হয়েছেন চার হাজার ৬৬৩ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আট লাখ ২০ হাজার ৯১৩ জন। একদিনে রোগী শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ আর এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য আট, আর মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।
একদিনে মারা যাওয়া ১৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, রাজশাহী বিভাগের ১৯ জন, খুলনা বিভাগের ৪৬ জন, বরিশাল বিভাগের আট জন, সিলেট বিভাগের সাত জন, রংপুর বিভাগের ১০ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন তিন জন।