বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভালো। ২০১০ সাল থেকে দুই দল নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে সূচি না থাকায় ২০১৩ সালের পরে বাংলাদেশ সফরে আসেনি নিউজিল্যান্ড।
এবার আট বছর পরে অনভিজ্ঞ এক কিউই দল ঢাকায় এসেছে। সংযুক্ত আরব আমিরাতে টি-২০ বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে তাঁরা। ওই সিরিজের জন্য মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছেছেন দেশটির ১৩ ক্রিকেটার।
তাঁদের সংগে আছেন কোচিং স্টাফ। এর আগে দ্য হানড্রেড খেলে সরাসরি বাংলাদেশে এসেছেন দুই কিউই ক্রিকেটার কলিন ডি গ্যান্ডহোম ও ফিন অ্যালেন। বাংলাদেশ ও নিউজিল্যান্ড আগামী ১ সেপ্টেম্বর টি-২০ সিরিজ খেলতে মাঠে নামবে। মিরপুরে সিরিজের বাকি চার ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
বাংলাদেশ দল: মাহমুদুল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মাহেদি, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব।
নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ ব্যানেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবিন্দ্র, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।